এক জোড়া তরমুজের দাম ২৩ লাখ টাকা !

সিলেট সুরমা ডেস্ক::::: দাম শুনেই বোঝা যায় এ কোনো সাধারণ তরমুজ নয়। নাম তার ইউবারি কিং মেলন। পৃথিবীর বিরল প্রজাতির তরমুজ এটি। একমাত্র জাপানের হোকাইদো দ্বীপের ইউবারি শহরে উৎপাদিত হয় এই তরমুজ। যা পৃথিবীর সবচাইতে দামি ফল তো বটেই, বিশ্বের সবচেয়ে দামি ১০ খাবারের একটি হিসেবেও বিবেচিত। বিশ্বব্যাপী এই তরমুজটি দারুণ জনপ্রিয়। তবে আকাশচুম্বী দামের কারণে সবার পক্ষে এর স্বাদ নেওয়ার সাধ্য হয় না। ইউবারি কিং তরমুজের বিশেষত্ব হলো এটি গ্রিনহাউজ প্রজেক্টের মাধ্যমে উৎপন্ন হয়। দুটি ভিন্ন প্রজাতির তরমুজের সংকর করে এর উদ্ভব। পৃথিবীর একমাত্র তরমুজ ফল এটি যা শতকরা … Continue reading এক জোড়া তরমুজের দাম ২৩ লাখ টাকা !